বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:০০

বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাহিদের পরিবারকে বিজিবির সহায়তা

নওগাঁ, ৩০ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাহিদ হাসানের পরিবারকে পুনর্বাসনের লক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক জোড়া হালের মহিষ প্রদান করেছে।

আজ সোমবার ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের সদর দপ্তরে নাহিদ হাসানের বাবা সাইদুর আলমের হাতে দু'টি মহিষ হস্তান্তর করা হয়। ১৬ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান মহিষগুলো হস্তান্তর করেন।

এ সময় জানানো হয়, আহত নাহিদ বৈষম্য বিরোধী আন্দোলনে ২০ জুলাই ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার বাবা সাইদুর আলম নওগাঁ জেলার মান্দা উপজেলার পিড়াকৈর গ্রামের বাসিন্দা।

১৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, আহত  নাহিদ হাসানের ঘটনাটি নজরে আসার পর বিজিবি জানতে পারে যে, নাহিদের বাবা কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এরপর বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় আহত নাহিদের পরিবারকে ১৬ বিজিবির পুনর্বাসন সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চাষাবাদ করে জীবিকা নির্বাহের জন্য হালের দু’টি  মহিষ প্রদানের উদ্যোগ নেয়া হয়।