বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:১২

ভোলার শিল্প কারখানাগুলোতে গ্যাস সংযোগ দেয়া শুরু 

॥ আল-আমিন শাহরিয়ার ॥

ভোলা, ৩১ ডিসেম্বর, ২০২৪, (বাসস) : দীর্ঘ প্রতিক্ষার পর ভোলার শিল্প কারখানাগুলোতে গ্যাস সংযোগ দেয়া শুরু করেছে রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি পেট্রোবাংলা। অগ্রাধিকার ভিত্তিতে ভোলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানাগুলোতে আগে এ গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। 

পেট্রোবাংলার সহযোগী বিপণন সংস্থা সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে ভোলার শিল্লদ্যোক্তাগণ তাদের কলকারখানাগুলোতে এ গ্যাস সংযোগ পাবেন। জেলার আঞ্চলিক অফিস কর্তৃপক্ষ এখানকার জি.কে ট্রেডার্স নামক একটি মাঝারি আকারের শিল্প প্রতিষ্ঠানকে আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় প্রথম গ্যাস সংযোগ দেয়ার মাধ্যমে ভোলায় গ্যাসচালিত শিল্প কারখানা চালুর সূচনা করেছে। সূত্রমতে, চলতি বছরের ১ নভেম্বর সরকারের জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান ভোলায় এসে এখানকার বিভিন্ন গ্যাসক্ষেত্র পরিদর্শন করেছিলেন। তখন তিনি গণমাধ্যম'কে বলেছিলেন, ভোলায় শিল্পাঞ্চল প্রতিষ্ঠান গড়ে উঠলে স্থানীয় লোকজনের কর্মসংস্থান হবে। ভোলার উন্নয়ন হবে। তখন তিনি শিল্প উপদেষ্টাকে ভোলায় এসে ঘুরে যেতে অনুরোধ করেন। ওই সময় জ্বালানি উপদেষ্টা ভোলায় প্রাপ্ত গ্যাসের সংযোগ এখানকার শিল্ল প্রতিষ্ঠানগুলোকে দেয়ার আশ্বাস দিয়েছিলেন। উপদেষ্টার দেয়া সেই আশ্বাস অনুযায়ী ভোলার শিল্পদ্যোক্তারা গ্যাস-সংগোগ পেতে শুরু করেছেন।

এ ব্যাপারে পেট্রোবাংলার সহযোগী সংস্থা সুন্দরবন গ্যাস কোম্পানি ভোলা জেলার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ অলিউল ইসলাম বাসস'কে জানান, দেশের অন্যান্য শিল্পাঞ্চলগুলোর কলকারখানায় নতুনভাবে গ্যাসসংযোগ দেয়া বন্ধ থাকেলেও বিশেষ ব্যবস্থাপনায় সরকার ভোলার শিল্পকারখানাতে গ্যাস সংযোগ দেয়া শুরু করেছেন। তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠানের জন্য এখানকার যে কেউ আবেদন করলে বিধি মোতাবেক তাকে গ্যাস সংযোগ দেয়া হবে। বিষয়টি নিয়ে গ্যাস সংযোগ পাওয়া জি.কে ট্রেডার্সের সত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ জামাল খান বলেন, গ্যাস সংযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত।