শিরোনাম
লক্ষ্মীপুর, ৩১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লক্ষ্মীপুরে শুরু হয়েছে তারুণ্যের উৎসব।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এই উৎসবের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।