শিরোনাম
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৪ (বাসস): রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২৫ রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে এবং দেশি-বিদেশি উৎপাদক, ক্রেতা-বিক্রেতা, রপ্তানিকারক-আমদানিকারক ও বিনিয়োগকারীদের মধ্যে যোগসূত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামীকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘আমাদের রপ্তানিকারক ও উদ্যোক্তাগণ এ মেলায় মানসম্মত পণ্য প্রদর্শনের মাধ্যমে রপ্তানি বাণিজ্যে আমাদের সক্ষমতা তুলে ধরবেন এবং দেশের জন্য কাঙ্ক্ষিত রেমিট্যান্স ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কার্যকর অবদান রাখবেন- এ প্রত্যাশা করি।’
রাষ্ট্রপতি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২৫ আয়োজনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষে আমি অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান, দেশি-বিদেশি উদ্যোক্তা, ক্রেতা-দর্শনার্থী এবং আয়োজক কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা দেশি পণ্যের প্রচার, প্রসার, বিপণন, বৈদেশিক বাণিজ্যের প্রসার ও রপ্তানি বাজার অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিগত বছরসমূহে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা দেশি-বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি নগরবাসীদের অন্যতম মিলনমেলা হিসেবে সমাদৃত হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বাজার সুসংহতকরণ, নতুন রপ্তানি বাজার অনুসন্ধান ও রপ্তানি বাণিজ্য গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। সরকারের বহুমুখী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন ও অর্থনীতির দ্রুত বিকাশে এ ধরনের আয়োজন একটি সময়োপযোগী ও বাস্তবধর্মী পদক্ষেপ বলে আমি মনে করি।’
তিনি ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সাফল্য কামনা করেন।