শিরোনাম
চট্টগ্রাম, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ আবুল কাসেম (৭৫) মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত নুর আহমদের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অক্টোবরে মুহাম্মদ হেলাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে আবুল কাসেম নামের ওই আওয়ামী লীগ নেতাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।