শিরোনাম
জয়পুরহাট, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ সকাল ৮টায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেনের (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার তেঘরা দন্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে। তিনি জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বাসস’কে জানান, দেলোয়ার হোসেন বাড়ি থেকে জয়পুরহাট শহরে যাওয়ার পথে গুয়াবড়ি ঘাট এলাকায় পৌঁছালে সকাল ৮টায় পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দেলোয়ার হোসেন মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার সময় দেলোয়ার হোসেনের সঙ্গে তার স্ত্রী ছিলেন। তিনিও আহত হয়েছেন। এছাড়া অপর মোটরসাইকেল চালক আহত হলেও সে কোন হাসপাতালে ভর্তি হয়নি বলে জানা গেছে।