বাসস
  ০২ জানুয়ারি ২০২৫, ১৪:৩১

সিরাজগঞ্জে চার’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

সিরাজগঞ্জ, ২ জানুয়ারি  ২০২৫ (বাসস): জেলা শহরের ভাসানী মিলনায়ত চত্বরে  আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চার’শ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট। 

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মো. রবিউল আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল জোয়ারদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হক রঞ্জু, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা তাজুল ইসলাম তাজ সহ আরো অনেকে। 

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান শাপলা খাতুনের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা কম্বল বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন।