বাসস
  ০২ জানুয়ারি ২০২৫, ১৮:২৬

চাঁদপুরে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন

চাঁদপুরে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করা হয়

চাঁদপুর, ২ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

উপ-প্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা বেগমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শিশু পরিবারের তত্ত্বাবধায়ক সাইফ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক হাজী মো. মোশাররফ হোসেন-সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভাড়া করা ভবনে চালুকৃত এ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে একশ’জন শিশু থাকতে পারবে। বর্তমানে এ শিশু পুনর্বাসন কেন্দ্রে পঞ্চাশজন শিশু রয়েছে।