শিরোনাম
ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অর্থ আত্মসাতের অভিযোগে ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সুধাংশু শেখর ভদ্র ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পালনকালে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারী ক্ষমতার অপব্যবহার করে সরকারের ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা আর্থিক ক্ষতিসাধনের মাধ্যমে আত্মসাত করে দন্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
সুধাংশু শেখর ভদ্র ২০১৪ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত পোস্ট ই- সেন্টার ফর রুরাল কমিউনিটির সাবেক প্রকল্প পরিচালক ছিলেন। এরপর ২০১৯ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন।