শিরোনাম
ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : পটুয়াখালী জেলার মৌকরন ইউনিয়ন পরিষদের (ইউপি) অপহৃত চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিমকে (৪৫) আজ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মোহাম্মদ ফরহাদ (৩৪), তৌফিক রাহাত (২০), রিপন মাহমুদ নয়ন (২৭), মো. আমির হোসেন (৬৫) ও মোহাম্মদ দিদার (২৫)।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার দুপুর ২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে অবস্থিত দোলেনার বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিম গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় পটুয়াখালী হতে গ্রীন লাইন পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ১ জানুয়ারি সকাল ৬টায় তিনি তার স্ত্রীকে ফোন করে জানান, তাকে বহনকারী বাসটি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বিআরটিএ এর সামনে এসে পৌঁছলে অজ্ঞাতনামা ১৫/২০ জন লোক বাসে উঠে বাসের ড্রাইভার, হেলপার ও অন্যান্য যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাকে জোর করে নামিয়ে একটি প্রাইভেটকারে করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে আটক করে রেখেছে। অপহরণকারীদের একজন তার স্ত্রীকে ফোন দিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ওই সময় অপহৃত ব্যক্তির স্ত্রী আত্মীয়-স্বজনসহ গ্রীন লাইনের কাউন্টারে গিয়ে ওই বাসের ড্রাইভার ও হেলপারদের সাথে ফোনে কথা বললে তারা জানায়, ১ জানুয়ারি রাত সাড়ে ৩টায় বাসটি ইকুরিয়া বিআরটিএ এর সামনে থামলে একজন যাত্রী বাস হতে নামে এবং অজ্ঞাতনামা ১৫/২০জন লোক বাসে উঠে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, অপহৃত ব্যক্তির স্ত্রী অপহরণের বিষয়টি ডিবি পুলিশকে জানালে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের শনাক্ত করে ডিবি-মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। এরপর আজ দুপুর ২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে অবস্থিত দোলেনার বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে অপহৃত কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিমকে উদ্ধার করে ও দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় থেকে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ডিবির টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফরহাদ জানায়, গত ৩১ ডিসেম্বর রাত দেড়টায় অপহরণকারী চক্রের সদস্য পান্নু ফোন দিয়ে তাকে ইকুরিয়া আসতে বলে। পান্নুর ফোন পেয়ে ফরহাদসহ তৌফিক রাহাত ও রিপন মাহমুদ নয়ন ইকুরিয়া আসে। তারা এসে দেখে একজন লোককে গ্রীন লাইন বাস হতে পান্নু সহ ১৫/২০ জন টেনে হিঁচড়ে নামাচ্ছে। পান্নুর কথামতো ফরহাদসহ ১৫/২০ জন ওই ব্যক্তিকে একটি প্রাইভেটকারে উঠায়। প্রাইভেটকারে করে হাসনাবাদে যাওয়ার সময় পথিমধ্যে ফরহাদকে নামিয়ে দেয়। গ্রেফতারকৃত আমির হোসেন জানায়, পান্নু শেখের কথামতো তার বিল্ডিং এর দ্বিতীয় তলার একটি কক্ষে অপহৃত ব্যক্তিকে আটকে রাখা হয়েছিল।
আসামীরা জানায়, অপহৃত কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিমের পরিবারের কাছে তারা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে তারা বিভিন্ন বিকাশ নম্বরের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, অপহরণের পর কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণকারীরা দুই রাত আটকে রেখে তাকে অমানুষিক শারীরিক নির্যাতন করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।