শিরোনাম
চাঁদপুর, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা শহরের নদীর পাড় ও চরাঞ্চলে গরীব অসহায়দের মধ্যে ৪ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর জেনারেল (ডিজি) ও বাংলাদেশ স্কাউট এন্ড গাইড ফেলোশিপের (বিএসজিএফ) সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামসুল আলম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, স্কাউটসের সাধারণ সম্পাদক মুকুল আনোয়ার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।
পরে চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন ও ফেলোশিপের কার্যালয় উদ্বোধন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে সুফি খায়েরুল আলম খোকন ও সদস্য সচিব হিসেবে এডভোকেট এটিএম মোস্তফা কামাল নির্বাচিত হন।