বাসস
  ০৩ জানুয়ারি ২০২৫, ২০:৫৩

ছাত্ররাই ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করেছে : মাহবুব উদ্দিন খোকন

নোয়াখালী, ৩ জানুয়ারী, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম  মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ছাত্ররাই ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন থেকে এ দেশ ও জাতিকে মুক্ত করেছে। এ ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যত। আর খেলাধুলাই যুব ও ছাত্রসমাজকে মাদক এবং খারাপ কাজ থেকে দূরে রাখে।

আজ শুক্রবার বিকেলে সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সোনাইমুড়ী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সোনাইমুড়ী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি আয়োজিত উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, পৌর বিএনপি সভাপতি মোতাহার হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন পিন্টু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ওমর শরিফ সোহাগ, মোস্তফা মিঠুন ও জসিম উদ্দিন। উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।