শিরোনাম
সাতক্ষীরা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলার সদর ও কলারোয়া উপজেলায় আজ দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার দুপুর ১২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আয়োজনে সদর উপজেলার বৈকারী দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোট তিনশ’জন ব্যক্তিকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মাহমুদউল্লাহ হাসান, সহকারী পরিচালক মাসুদ রানাসহ অন্যান্য বিজিবি সদস্য'রা উপস্থিত ছিলেন।