বাসস
  ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২১:০০

‘আয়নাঘর‘ পরিদর্শন করবেন সাংবাদিকরা: প্রেস সচিব

ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: পিআইডি

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের শাসনামলে টর্চার সেল হিসেবে পরিচিতি পাওয়া ‘আয়নাঘর‘ সাংবাদিকদের জন্য পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের জন্য আমরা আয়নাঘর পরিদর্শনের ব্যবস্থা করব। সাংবাদিকরা সেখানে যেতে পারবেন। দেখতে পারবেন, মানুষজনকে কীভাবে সেখানে ভয়াবহ আকারে গুম করে রাখা হতো এবং তাদের ওপর কী ধরনের অত্যাচার চলত। আয়নাঘরের বন্দীরা অনেকে লিখে রেখেছেন কততম দিন তারা সেখানে পার করলেন- ১৮০তম দিন কিংবা ২৫০তম দিন।’

তিনি জানান, গুমের বিষয়ে অন্তর্বর্তী সরকার যে কমিশন করেছে- তারা ভালোভাবে কাজ করছেন। শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের ঘটনা, মাওলানা সাঈদীর মৃত্যুদণ্ডের রায়, ২০১৮ সালের রাতের ভোট, প্রতিবছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার সবকিছু মিলিয়ে শেখ হাসিনার পাপাচারের তো শেষ নেই। এগুলোর প্রত্যেকটি ঘটনার বিচারের বিষয় নিয়ে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাসিনাকে আমরা বিচারের আওতায় আনব।