বাসস
  ০৫ জানুয়ারি ২০২৫, ২২:০৩

ঘন কুয়াশায় সিলেট বিমানবন্দরে অবতরণ ঢাকার দুই ফ্লাইট

প্রতীকী ছবি। ফ্রিপিক

সিলেট, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল বিমানবন্দরগামী আন্তর্জাতিক দুটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

আজ রোববার সকালে ফ্লাইট দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি পর ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে গেছে।

এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল ৭টা ৫ মিনিটে এবং ইউএস বাংলার ফ্লাইট সকাল ৭টা ৩৩ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউএস বাংলার ফ্লাইট ৯টা ২২ মিনিটে এবং বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল ৯টা ৩৯ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করে।

ইউএস বাংলার ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর এবং বিমান বাংলাদেশের ফ্লাইট চীন থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছিল।