শিরোনাম
ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে-মেয়ের বিরুদ্ধে পৃথক ৩ টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, সংস্থার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা ৩ টি দায়ের করা হয়েছে।
তিনি বলেন, এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের সম্পদের হিসাব চেয়ে দুদক থেকে নোটিশ দেয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে দুদক থেকে অনুসন্ধান করে সম্পদের তথ্য পাওয়া গেছে। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৩ টি মামলা দায়ের করা হয়েছে।
তাদের সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছিল। ওই আদেশের পরিপ্রেক্ষিতে মতিউর ও তার পরিবারের সদস্যরা সম্পদ বিবরণী দাখিল করেন।
মামলার এজাহারে বলা হয়, মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার অবৈধ সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া দ্বিতীয় মামলায় মতিউরের মেয়ে ফারজানা রহমান ইপ্সিতার নামে ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়েছে।
তৃতীয় মামলায় মতিউর রহমানের প্রথম পক্ষের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিরুদ্ধে ১৩ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকা সম্পদের তথ্য গোপন ও ৪২ কোটি ২২ লাখ ৫৮ হাজার ২৭১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায়ও মতিউরকে সহযোগী আসামি করা হয়েছে।
এর আগে, গত ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর (শাম্মী আখতার শিবলী) বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুই মামলা দায়ের করা হয়।