শিরোনাম
শেরপুর, ৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ বায়ু দূষণ বন্ধে শেরপুর সদর ও নকলা উপজেলায় ১১টি অবৈধ ইটভাটাকে মোট ৬৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও, পাঁচটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলায় তিনটি ও নকলা উপজেলায় আটটি ইটভাটায় অভিযান পরিবেশ পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারি সচিব আব্দুল্লাহ আল মামুন।
এদিন, জেলা সদরের তিনটি ও নকলা উপজেলায় সাতটি ইটভাটাকে ছয়লাখ টাকা করে এবং একটি ইটভাটাকে পাঁচলাখ টাকাসহ মোট ৬৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক-সহ আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।