শিরোনাম
ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আজ এ তথ্য জানান।
তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজে লিফট, বৈদ্যুতিক সাব-স্টেশন ও জেনারেটর স্থাপনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
আকতারুল ইসলাম বলেন, দুদকের দলটি সরেজমিনে রাজশাহী মেডিকেল কলেজের লিফট, বৈদ্যুতিক সাব-স্টেশন ও জেনারেটর পরিদর্শন করে। পরিদর্শনকালে তারা লিফট স্থাপনে অনিয়মের সত্যতা পায়।
তিনি আরো বলেন, অভিযানকালে অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
এদিকে বাগেরহাটের মোড়েলগঞ্জে কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে ধান কাটা যন্ত্র বিতরণে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের বাগেরহাট জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুদক টিম সরেজমিন পরিদর্শন করে বর্ণিত ধান কাটার মেশিন, তথা কম্বাইন্ড হারভেস্টর প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে কি না, সে সংক্রান্ত রেকর্ডপত্র যাচাই করে।
অভিযানকালে কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায় যে, তাদের কাছ থেকে সকল কাগজপত্র সংগ্রহপূর্বক চুক্তিনামায় স্বাক্ষর নেওয়া হলেও প্রকৃতপক্ষে বেশীরভাগ কৃষক কৃষি যন্ত্র পাননি।
এছাড়া যে সকল কৃষক কৃষি যন্ত্র পেয়েছেন, তারা নীতিমালা লঙ্ঘন করে সেগুলো হস্তান্তর করেছেন। তাই কিছু হারভেস্টর ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে অভিযানকালে দুদক টিম জানতে পারে।
যে সকল কোম্পানী ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্র বিতরণ করেছেন পরবর্তীতে সে সকল যন্ত্রের মধ্যে কিছু যন্ত্র তারা নিয়ে নিয়েছেন সেটিও নীতিমালা পরিপন্থী। সার্বিকভাবে প্রাথমিক যাচাইয়ে টিম কর্তৃক মোড়েলগঞ্জ, বাগেরহাট-এ কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে ধান কাটা যন্ত্র বিতরণে অনিয়মের বিষয়টির সত্যতা রয়েছে মর্মে প্রতীয়মান হয়।
লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দুদকের দলটি পাসপোর্ট অফিসের কতিপয় কর্মচারী কর্তৃক গ্রাহক হয়রানির বিষয়ে প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে দলটি দৈবচয়নের ভিত্তিতে আবেদনকারী কয়েকজন সেবাগ্রহীতার সাথে কথা বলে এবং আবেদনের কপিসমূহ যাচাই করে।
এ ছাড়া কিশোরগঞ্জে দুর্গাপূজা উদযাপনের জন্য বরাদ্দকৃত চাল আত্নসাতের অভিযোগের প্রেক্ষিতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয় থেকে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেন। পরবর্তীতে টিমের সদস্যরা নথিপত্রের সাপেক্ষে সরেজমিনে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে।
এনফোর্সমেন্ট অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।