শিরোনাম
টাঙ্গাইল, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া বাজারে গতরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার রাত দশটার দিকে সা'দত বাজারের মেরাজ নামের এক ব্যবসায়ীর পার্টসের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত দশটার দিকে করটিয়া সা'দত বাজারের ব্যবসায়ী মেরাজ হোসেনের মোটরসাইকেল পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা বেড়ে যাওয়ায় মুহূর্তেই অপর দুটি দোকানেও আগুন লেগে যায়। প্রতিবেশী ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইঞা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসে । পরে তিনটি ইউনিটের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে, সেটি তদন্তের পর জানা যাবে।