বাসস
  ০৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৮

প্রতিষ্ঠার ৭ বছর পরেও নওগাঁ মেডিকেল কলেজ নির্মাণে ভূমি অধিগ্রহণ হয়নি

নওগাঁ, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): প্রতিষ্ঠার ৭ বছর পেরিয়ে গেলেও নওগাঁ মেডিকেল কলেজের নিজস্ব ভবন নির্মাণ করা হয়নি। এমন কি এখন পর্যন্ত কলেজ নির্মাণের প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করাও হয়নি। 

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের একটি অংশে মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থান সংকীর্ণতার কারণে একদিকে যেমন মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে অন্যদিকে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। 

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. পিযুষ কুমার কুন্ডু জনান, নওগাঁ মেডিকেল কলেজ ২০১৮ সালে অনুমোদন লাভ করে। সেই বছরই ২০১৮-১৯ শিক্ষাবর্ষে শুরু হয়।

হাসপাতালের দোতলায় একটি অংশে প্রশাসনিক ও ক্লাশ শুরু হয়। এই মেডিকেল কলেজের আসন সংখ্যা ৫০ জন। ৫০ জন শিক্ষার্থী নিয়ে ২০১৮ -১৯ শিক্ষাবর্ষে ক্লাশ শুরু হয়। ইতোমধ্যে প্রথম ব্যাচ এর শিক্ষার্থীরা ডাক্তারি পাশ করে ইন্টার্নশিপ করছেন নওগাঁ হাসপাতালে। এদিকে ২০২৩-২০২৪ সেশন থেকে এই মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা বৃদ্ধি করে ৭৫ জন নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের জন্য শিক্ষক ও অন্যান্য জনবল যা প্রয়োজন তার মোটামুটি সবই রয়েছে। এখানে ৬৭ জন শিক্ষক রয়েছেন। শিক্ষা উপকরণ বা মেডিকেল ইকুইপমেন্ট যা প্রয়োজন তার সবই আছে বলে জানালেন অধ্যক্ষ। 

তবে শুধু স্থান সংকট রয়েছে। চারটি ছোট ছোট রুমে ক্লাশ করানো সমস্যা হয়। ৫০ জনের বসার জন্য ব্যবস্থা করা কঠিন। এর মধ্যে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ৭৫ জন শিক্ষার্থীর জন্য এইসব ছোট রুম খুবই অসুবিধার কারণ হয়ে দেখা দিবে। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য দু'টি হোষ্টেল আছে। পুরাতন হাসপাতালের ষ্টাফ কোয়ার্টার মেয়েদের হোষ্টেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। 

এদিকে শহরের পশ্চিম প্রান্তে আব্দুল জলিল শিশু পার্কের উত্তর পার্শ্বে নলগাড়া বিলে কলেজের অবকাঠামো নির্মাণের জন্য ২৫ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।