শিরোনাম
ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই।
আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধাপ্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না।
তিনি আজ বুধবার বিকেলে কুমিল্লা নগরীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগকালে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা ফ্যাসিবাদের বিপক্ষে সব সময় একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা। কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী প্রতিধ্বনি সবসময় উচ্চারিত হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী এ লড়াই অব্যাহত থাকবে। ২৪ পরবর্তী মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমাদের স্বপ্ন রয়েছে। সে স্বপ্নের যাত্রা কুমিল্লা থেকেই প্রশস্থিত হবে।
এ সময় তিনি ১৫ জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলন ও গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের স্বীকৃতি প্রদানের দাবি জানান।
বৈষমবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে কুমিল্লা নগরীর পুলিশ লাইন মাঠ থেকে শুরু হয়ে কান্দিরপাড়, ইদগাহ হয়ে মোগলটুলি, রাজগঞ্জ হয়ে কান্দিরপাড় এসে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা শেষ হয়।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জয়নুল আবেদীন শিশির, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, সদস্যসচিব জিয়াউদ্দিন মো. রুবেল, মহানগর কমিটির সদস্যসচিব মোহাম্মদ রাশেদুল হাছান, জাতীয় নাগরিক কমিটি কুমিল্লার শাহ পরান ভূইয়া জুয়েল এ সময় উপস্থিত ছিলেন।