বাসস
  ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা নথি উদ্ধার, চা বিক্রেতা গ্রেফতার

চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে চুরি হয়ে যায় ৯ বস্তা নথি। ছবি: বাসস

চট্টগ্রাম, ৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে চুরি হয়ে যাওয়া ৯টি বস্তা ভর্তি ১ হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. রাসেল (২৮) নামে এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার নথিগুলো চুরি করে কেজি দরে ভাঙারির দোকানে বিক্রি করেছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। 

তিনি বলেন, মামলার নথি চুরির ঘটনায় একটি জিডি হয়েছিল। সেই জিডির সূত্র ধরে গত তিন দিন ধরে আমরা কাজ করছিলাম। পরে গোয়েন্দা তথ্য ও আদালতের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাসেল নামের একজনকে খুঁজে পাই। বুধবার রাতে বাকলিয়া থানার বউবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ছেলেটিকে আটক করা হয়। সে পুলিশকে জানিয়েছে, বস্তায় রাখা নথিগুলো আদালত থেকে নিয়ে পাথরঘাটা এলাকায় একটি ভাঙারির দোকানে বিক্রি করেছিল। তার দেয়া তথ্যে সকালে ওই দোকান থেকে ৯ বস্তা নথি আমরা উদ্ধার করেছি। 

ওসি আবদুল করিম জানান, আদালত চত্বরেই চা বিক্রি করেন গ্রেফতার রাসেল। চুরির পরে ভাঙারির দোকানে ১৬ টাকা কেজি দরে নথিগুলো বিক্রি করে দেন তিনি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

এর আগে, চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণসহ বিভিন্ন মামলার ১ হাজার ৯১১টি নথির খোঁজ না পাওয়ায় গত ৫ জানুয়ারি নগরীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া। 

জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা-স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল।

আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করার আবেদন করেন তিনি।