বাসস
  ১১ জানুয়ারি ২০২৫, ২১:০০

শহিদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ছোটভাই জিসানের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

শহিদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ছোটভাই জিসানের পাশে তারেক রহমান। ছবি : বাসস

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত (শহিদ) আব্দুল্লাহ বিন জাহিদ’র ছোটভাই জিসান ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার দায়িত্ব নিয়ে সব খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ শনিবার শহিদ আব্দুল্লাহ বিন জাহিদ’র ছোটভাই জিসানের ক্যান্সার চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

প্রসঙ্গত, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ইতিপূর্বে তাকে আরও ৪টি কেমোথেরাপির সম্পূর্ণ খরচ ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে প্রদান করা হয়েছে।
 
জিসান’র শারিরীক অবস্থা এখন ভালোর দিকে। ডাক্তার বলেছেন, ‘সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল রোববার থেকে তার রেডিও থেরাপি শুরু হচ্ছে। এটা চলবে ৩৩ দিন। প্রতিটি রেডিও থেরাপির খরচ ৬০০০ (ছয় হাজার) টাকা করে। শহিদ আব্দুল্লাহ বিন জাহিদ’র মাতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবার’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আবদুল্লাহ বিন জাহিদ গত ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় তার মা জানতে পারেন তার ১৪ বছর বয়সী ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান কোলন ক্যানসারে (তৃতীয় পর্যায়) আক্রান্ত।