বাসস
  ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:৫৭
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭

বগুড়ায় সড়ক দুর্ঘটনায ব্যাংক কর্মকর্তা নিহত

বগুড়া, ১৩ জানুয়ারী, ২০২৫ (বাসস) : জেলায় নন্দীগ্রামে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে  একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত মিজানুর রহমান (৩৮)রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহালু শাখায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তিনি জেলার নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।

আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে নন্দীগ্রাম-দেওগ্রাম রাস্তয় ভুস্কুর বাজারে দুর্ঘটনাটি ঘটে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, মিজানুর রহমান মোটরসাইকেল করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ভুস্কুর বাজারে বিপরীতমুখী একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

এতে মিজানুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ওসি আরো বলেন, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি দুর্ঘটনার পরপর পালিয়ে গেছে।