বাসস
  ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:২২
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫

ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি: বাসস

ঝালকাঠি, ১৪ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের উদ্যোগে চার শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে শহরের রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের সামনে শীতার্ত ব্যক্তিরদের হাতে কম্বল তুলে দেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।

এ সময় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, জেলায় বিসিক- এর উপ-ব্যবস্থাপক আলী আসগর নাসির- সহ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।