বাসস
  ১৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:০৫

পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুর, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির গাড়িতে কর্মরত ৩শ’ শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বেলা ১১ টায় জেলার বাস টার্মিনালের সামনে এ কম্বল বিতরণ করা হয়।

জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেনের  সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান ও আলাউদ্দিন ভূইয়া জনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম প্রমূখ।