শিরোনাম
চট্টগ্রাম, ১৫ জানুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মতো শুরু হয়েছে ৩ দিনব্যাপী ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের মেলা ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’।
আজ বুধবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল(অব:) এমদাদ উল বারী।
ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতামূলক মডেলে ব্যবসা করার আহবান জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এমদাদ উল বারী বলেন, ‘পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে।
দেশের ৯৮ থেকে ৯৯ শতাংশ মানুষ এখন যোগাযোগের আওতায় চলে এসেছে। প্রযুক্তির যে একটি সুপ্ত ক্ষমতা আছে সেটা জানার জন্য জ্ঞানের প্রয়োজন। আইএসপির ওপর নির্ভর করে একটি ডিজিটাল জগত তৈরি হয়েছে। প্রযুক্তি নিজের গতিপথ খুঁজে নেবে। তাকে আটকানো সম্ভব না। আইএসপিকে বলবো বড় বড় ব্যবসায়ীদের মতো না দেখে সেবা প্রদানকারীর মতো দেখতে।’
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) চট্টগ্রামের আহ্বায়ক ও আইসিটি ফেয়ারের সেক্রেটারি রাজিব শাহরিয়ার রুবেন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উদ্দিন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নাজিম উদ্দিন এবং সংগঠনের সহ-সভাপতি ও চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’র আহ্বায়ক আনোয়ারুল আজিম।
তিন দিনব্যাপী মেলার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও বিজ্ঞানমেলা, সেমিনার ও রোবো সকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, মোটিভেশনাল টক, নেটওয়ার্কিং প্রশিক্ষণ, লাইভ কনসার্ট হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) সমাপনী দিনে স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন থাকছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৯৬টি স্টল রয়েছে।