শিরোনাম
সুনামগঞ্জ, ১৭ জানুয়ারি, ২০২৫(বাসস) : জেলার দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৪৬ বস্তা রসুনসহ আনু মিয়া (২৭) ও নুরুজ্জামান (২১) নামের দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত আনু মিয়া সিলেট এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার বাসিন্দা ও নূরুজ্জামান সিলেট জেলার গোয়াইনঘাট থানার লাবু এলাকার বাসিন্দা।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১০ টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের রাস্তা থেকে একটি পিকআপ ও ১৪৬ বস্তা রসুনসহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৫৫ কেজি (১৪৬ বস্তা) রসুন ও রসুন পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ সহ তাদের আটক করা হয়।
দোয়ারা বাজার থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, আটককৃত আনু মিয়া ও নূরুজ্জামান চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে রসুন ভারতে পাচারের চেষ্টা করার সময় পুলিশ তাদের আটক করে। এসময় তারা বৈধ রপ্তানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
এ ঘটনায় দোয়ারাবাজার থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার সুনামগঞ্জে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।