শিরোনাম
ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে ধূমপানের জন্য গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী।
পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ। তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।