বাসস
  ১৮ জানুয়ারি ২০২৫, ২১:৫২

জিয়াউর রহমানের আদর্শ ও ভাবনা ধারণ করতে হবে : আমির খসরু

শনিবার প্রেসক্লাবে বক্তব্য দেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : বাসস

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দর্শন ও ভাবনা ধারন করে আমাদের পথ চলতে হবে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মুক্ত চিন্তা বাংলাদেশ’ এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী ও গর্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে বিএনপি'র এই সিনিয়র নেতা বলেন, আমাদের জীবন ধারার মান উন্নয়ন করতে রাজনৈতিক কর্মকাণ্ডসহ প্রাত্যহিক জীবনে আমাদের সকলকে তাঁর জীবন দর্শন ও ভাবনাকে ধারন করতে হবে। রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে।

আমির খসরু বলেন, স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করতে আমরা গত ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন, সংগ্রাম করেছি। জেল খেটেছি, অনেক নেতাকর্মী খুন, গুম হয়েছে। সেই শেখ হাসিনার পতনে বাংলাদেশ আজ মুক্ত। দেশটাকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার এখনই সময়।

তিনি আরও বলেন, শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোথায় আছে তা নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে। কীভাবে আমরা আগামীতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে ধারায় নিয়ে আসবো, এ জন্য কি পদক্ষেপ নিতে হবে তা এখনি ঠিক করতে হবে। এমন কি স্বাস্থ্য খাত অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমরা স্বাস্থ্য সেবা কীভাবে জনগণের সেবায় নিয়োজিত করতে পারব সে বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হবে।

বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, স্বাধীন বাংলাদেশের রূপকার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শ আর্মি জেনারেল। যিনি সম্মুখ যুদ্ধ করে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি একজন দেশ সংস্কারক ছিলেন। তিনি যেটা বিশ্বাস করতেন সেটা বলতেন এবং করতেন। কারো প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য তিনি কখনো দেননি। সুতরাং জিয়াউর রহমানের বীরত্ব সম্পর্কে বলতে গেলে শেষ হবে না।

আমির খসরু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না। যারা অপরাধ করেছে তাদের সঠিক বিচার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা খুন হয়েছে, গুম হয়েছে তাদের পরিবারের সাহায্য সহযোগিতা করতে হবে এবং যারা অপরাধ করেছে তাদের সঠিক বিচার করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান,অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা সুলতানাসহ অনেকে।