বাসস
  ১৯ জানুয়ারি ২০২৫, ২১:১২

চাঁদপুরে চেম্বার অব কমার্সের শীতবস্ত্র বিতরণ 

ছবি : বাসস

চাঁদপুর, ১৯ জানুয়ারি ২০২৫ (বাসস): আজ চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পাঁচ শতাধিক বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসব শীতবস্ত্রের মধ্যে ছিল তিনশ’ পিস কম্বল, শিশুদের শীতবস্ত্র দুইশ’ পিস।  

আজ রোববার দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজারে চেম্বার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীত উপহার বিতরণকালে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল চন্দ্র সাহা, পরেশ মালাকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

শীত উপহার বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর চেম্বার অবকমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল।