বাসস
  ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৫৭

খাদ্য উপদেষ্টার সাথে রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে আজ রোববার রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন সাক্ষাৎ করেছেন।

মন্ত্রণালয়ের অফিস কক্ষে খাদ্য উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তার সাফল্য  কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, রাশিয়া দূতাবাসের কাউন্সিলর ভ্লাদিমির মোচালভ, রাশিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির প্রেসিডেন্ট মীয়া সাত্তারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।