শিরোনাম
ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ভুল তথ্য ছড়িয়ে যাতে কোনো বিভ্রান্তি না হয় সেজন্য ভালো করে জেনে-বুঝে আদেশের বিষয়ে নিশ্চিত হয়ে সঠিক সংবাদ করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল।
৭৫ ভিআইপির সম্পদের তথ্য চেয়েছে বলে সংবাদের জন্য দৈনিক কালবেলা পত্রিকার প্রতিবেদককে ব্যাখ্যা দিতে তলব করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে অনুযায়ী আজ সোমবার প্রতিবেদক আলী ইব্রাহিম ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
এসময় আলী ইব্রাহিমের পক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম ট্র্যাইব্যুনালকে বলেন, সম্পদের তথ্য তদন্ত সংস্থা চেয়েছে, ভুলে সেখানে ট্র্যাইব্যুনাল লেখা হয়েছিল। যেটা উদ্দেশ্য প্রণোদিত ছিল না, আর পরদিন সঠিকভাবে সংশোধনী ছাপানো হয়। এরপর ট্র্যাইব্যুনাল ক্ষমা মঞ্জুর করে আদেশ দেন।
এসময় ট্রাইব্যুনাল বলেন, সাংবাদিকরা তাদের সংবাদের মাধ্যমে আমাদের রায় আদেশ জনগণের কাছে পৌঁছে দেন। এটা একটা ( নোবেল) মহান পেশা। তবে ভুল তথ্য ছড়িয়ে যাতে কোনো বিভ্রান্তি না হয় সেজন্য ট্র্যাইব্যুনালের রায় ও আদেশ ভালো করে জেনে-বুঝে নিশ্চিত হয়ে সবাই সঠিক সংবাদ করবেন। কারণ দেশে বিদেশে এটি ছড়িয়ে পড়ে।