শিরোনাম
ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আগামী দিনের বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২০ টাকা (বৃটিশ মুদ্রায় ১৫ পেন্স) দিয়ে নিজের প্রাথমিক সদস্য পদ নবায়ন করলেন তারেক রহমান।
একই সঙ্গে মঞ্চে বসা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতও ফরম পূরণ করে তাদের সদস্য পদ নবায়ন করেন।
তারেক রহমান বলেন, ‘আজকের দিন বিএনপির নেতাকর্মীদের আনন্দের দিন। আজকে যে কর্মসূচি শুরু করলাম তা আমার সামনে যে নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি তাদেরকেই সফল করতে হবে।’
তিনি বলেন, আপনাদের দিকে দল তাকিয়ে আছে। আপনারা জেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে যে সব নেতৃবৃন্দ আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময়ে আপনারা সকলকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন কর্মসূচি সফল করেছিলেন, একই ভাবে এই কর্মসূচিও সফল করবেন।
তৃণমূলকে সংগঠিত করার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, এখন বেশি করে কাজ করতে হবে, বিশাল কাজ আমাদের সামনে আছে। আসুন যে উৎসাহ, যে দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গুম-খুনের এবং শত অত্যাচার-নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের হাজারো লক্ষ্য নেতাকর্মীদের নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক একইভাবে আসুন আজ আবার দলকে পুনর্গঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
তিনি আরও বলেন, রাজনৈতিক ও প্রাকৃতিকভাবে আমরা আমাদের অনেক সহকর্মীদের হারিয়েছি। যে মানুষগুলো এত ঝড়ের পরও দলটিকে ধরে রেখেছে, দলকে সাধারণ মানুষের কাছে নিয়ে গেছে, মানুষের মধ্যে দলকে ধরে রেখেছে, যে মানুষগুলোর কারণে আমাদের অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি।
সেই সকল মানুষগুলোকে আমরা আবার একত্রিত করতে চাই। ঐক্যবদ্ধ করতে চাই। সে কারণেই মেম্বারশিপ নবায়ন করার আনুষ্ঠানিকতা।
৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশকে নতুন করে মেরামত করার জন্য আমরা ৩১ দফা উপস্থাপন করেছি। সেটি বাস্তবায়ন করতে হলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও পুনর্গঠিত করতে হবে।
তিনি বলেন, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে মেধাবীদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে এমন মানুষদের আরও ঐক্যবদ্ধ করতে হবে। তাদেরকে আরও দলের কাছে নিয়ে আসতে হবে। কারণ, তারা আগামী দিনে দেশ গড়ার সহায়ক শক্তি হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেতাকর্মীদের স্লোগান নির্ভর রাজনীতির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা না হলে রাষ্ট্র মেরামত সম্ভব নয়।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক জেড রিয়াজুদ্দিন খান নসু প্রমুখ।