বাসস
  ২১ জানুয়ারি ২০২৫, ২০:৩০

নরসিংদীতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চলছে

নরসিংদীতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। ছবি : বাসস

নরসিংদী, ২১ জানুয়ারি ২০২৫ (বাসস): সারাদেশের মতো নরসিংদীতেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। 

তথ্য সংগ্রহকারী কর্মীরা সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।

তথ্য সংগ্রহকারী মো. রাজিব খন্দকার জানান, যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারা ভোটার হতে পারবেন। নতুন ভোটারদের জন্ম নিবন্ধনের বাংলা- ইংরেজি কপি, পিতা- মাতার জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, রক্তের গ্রুপ ও মোবাইল নম্বরসহ প্রমাণাদি জমা দিতে হবে।

নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ১৭৫ জন প্রধান শিক্ষক সুপারভাইজার এবং ৮১৯ জন সহকারী শিক্ষক তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে তিনি উল্লেখ করেন।