বাসস
  ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:৫৪
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:০১

হাতিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১১টি দোকান

হাতিয়ায় অগ্নিকাণ্ডে ১১টি দোকানসহ ২টি বসতঘর পুড়ে গেছে । ছবি : বাসস

নোয়াখালী, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার হাতিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ১১টি দোকানসহ ২টি বসতঘর পুড়ে গেছে। 

গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতরাতে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারের একটি কসমেটিক্সের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান ও দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার হারুন অর রশীদ জানান, অগ্নিকাণ্ডের খবরে হাতিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে ১১টি দোকান ও দুটি বসতঘর পুড়ে যায়। এতে কাপড়ের দোকান, চায়ের দোকান, কসমেটিক্সের দোকান, গ্যাসের দোকানসহ বিভিন্ন দোকান ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।