বাসস
  ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:৫৯

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ৪ টি দোকান ভষ্মীভূত 

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ৪ টি দোকান ভষ্মীভূত। ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৩ জানুয়ারী ২০২৫ (বাসস) : জেলার তবলছড়ি কালী মন্দিরের সামনে অগ্নিকাণ্ডে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

গতকাল বুধবার মধ্যরাত ৩ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিঠু বাসসকে জানান, গতকাল মধ্যরাতে তবলছড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের ৪টি দোকান সস্পূর্ণ পুড়ে গেছে। পরে জেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. আনছার বাসসকে জানান, গতকাল মধ্যরাত আনুমানিক তিনটার দিকে শহরের তবলছড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।