বাসস
  ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯

নীলফামারীতে বিজিবির উদ্যোগে কম্বল বিতরণ

নীলফামারিতে দুস্থ ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে ৩৫০টি কম্বল বিতরণ করেছে বিজিবি। ছবি ; বাসস

নীলফামারী, ২৩ জানুয়ারী, ২০২৫ (বাসস) : জেলায় দুস্থ ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে ৩৫০টি কম্বল বিতরণ করেছে বিজিবি। 

৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল বুধবার রাতে জেলার চিলাহাটি রেলস্টেশন ও পঞ্চগড় সীমান্তের বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। 

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।

অধিনায়ক লে. কর্নেল বলেন, ‘বিজিবির মানবিক কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।