শিরোনাম
ঠাকুরগাঁও, ২৩ জানুয়ারি, ২০২৫, ( বাসস ) : কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, শ্রমিক সংকট নিরসন, সময় অপচয়রোধ ও অতিরিক্ত খরচ রোধে ঠাকুরগাঁওয়ে আজ সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।
সকাল ১০টায় সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্কারা চৌধুরী পাড়া গ্রামের মাঠে রাইসপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা । বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, অতিরিক্ত উপ-পরিচালক শস্য আলমগীর কবির , উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, স্থানীয় কৃষক পলাশ সাহা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম জানান, সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় লষ্কারা গ্রামের ৪৪ জন কৃষকের ৫০ একর বা ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে।