শিরোনাম
ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি’র (বিএসজেসি) সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান চৌধুরীর মা রওশন আরা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উত্তরায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর উত্তরা ১০ নং সেক্টরের মসজিদে জানাজা শেষে ১০নং সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাইফুর রহমান চৌধুরীর মাতার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল শাক ও দু:খ প্রকাশ করেছেন। অন্যদিকে বিএসজেসি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নাসিমুল হাসান দোদুল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে উভয় সংগঠনের নেতৃবৃন্দ।