শিরোনাম
নীলফামারী, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র হিসাবে মানুষের মধ্যে চারশ’ কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার উদ্যোগে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।
নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে কম্বল তুলে দেন।
নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মেহেদি হাসান আশিক ও সদস্য সচিব আলিফ সিদ্দিক প্রান্ত, যুগ্ম-আহ্বায়ক রইসুল ইসলাম অম্লান, রতন সরকার রত্ন, প্রমুখ উপস্থিত ছিলেন।