বাসস
  ২৫ জানুয়ারি ২০২৫, ১৩:০৭

সপ্তাহের শেষে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে

প্রতীকী ছবি

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সপ্তাহের শেষে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের দিনাজপুর ও পঞ্চগড় জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

এদিকে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বিহার এবং এর কাছাকাছি এলাকায় উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

ঢাকায় আজ শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪২ মিনিটে।

রোববারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। 

কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা ।

সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। শুষ্ক থাকতে পারে সারা দেশের আবহাওয়া। এসময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।