শিরোনাম
নাটোর, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় বিসিক শিল্প নগরীতে আয়োজিত ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা আজ শেষ হয়েছে।
শনিবার দুপুর ১২টায় সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ উদ্যোক্তাদের পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।
বিসিক নাটোর জেলা কার্যালয়ের ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রওশন আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম এবং বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ আগরওয়ালা।
মেলায় নাটোরসহ ছয়টি জেলার উদ্যোক্তাবৃন্দ ৫০টি ষ্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন করেন।
এসব অংশগ্রহনকারী উদ্যোক্তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন কুষ্টিয়া’র বেবি হ্যান্ডিক্রাফটের মাহিন, দ্বিতীয় বগুড়ার জান্নাত বুটিকস্ এর পাপিয়া জান্নাত এবং তৃতীয় রংপুরের হাসনাত হস্ত শিল্পের উম্মে হাসনাত খানম।