শিরোনাম
সিরাজগঞ্জ, ২৫ জানুয়ারি, ২০২৫ ( বাসস) : জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ৯টায় শহরের ইবি রোডের পুরানো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান।
এতে উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সাবেক পৌর কাউন্সিলর আলমগীর ও হারুন এবং মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের সংগঠক আকাশ খন্দকার।