শিরোনাম
ঝিনাইদহ, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ আগাম ফুলকপি চাষে কৃষকদের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকাল ৩টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয়ের আয়োজনে ৪ নম্বর হলিধানী ইউনিয়নের সোনারদাইড় গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ- নবী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেনা বিশ্বাস ও মো. মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে কৃষি কর্মকর্তারা আগাম ফুলকপি চাষের আধুনিক পদ্ধতি, সঠিক যত্ন এবং বাজারজাতকরণের কৌশল নিয়ে আলোচনা করেন। ফুলকপি চাষে কীভাবে খরচ কমিয়ে উৎপাদন বাড়ানো সে সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।