শিরোনাম
লালমনিরহাট, ২৭ জানুয়ারি, ২০২৫(বাসস) : জেলার বিভিন্ন বাজারে দাম কমে এসেছে শীতকালীন সবজির ফলন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে। বাজার গুলোতে সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে।
বছরের অন্যান্য সময় বেশি দামে সবজি বিক্রি হলেও এখন বেশ কম যাচ্ছে সবজির বাজার। ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। এতে খুশি ক্রেতারা।
কিছুদিনের মধ্যে আরো কিছু শীতকালীন সবজির দাম কমার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে সবজির দাম কমায় বিক্রিও বেড়েছে দ্বিগুণ এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।
তবে দুই একটি সবজির মৌসুম এখন না হওয়ায় সেগুলোর দাম তুলনামূলক কিছুটা বেশি রয়েছে।
আজ সোমবার সকালে লালমনিরহাটের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে ১০ টাকায়, শিম বিচিসহ কেজি ২০-২৫ টাকা, আর সাধারণ শিম ১২-১৫ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ২০ টাকা, লম্বা আকৃতির বেগুন ১০-১৫ টাকা, গোল বেগুন ১৫-২০ টাকা।
এছাড়া ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। শসা প্রতি কেজি ১৫-২০ টাকা,গাজর ২০ টাকা, আলু ১৬ টাকা, কাঁচামরিচ কেজি ৩০ টাকা,
পেঁপে ১৫ টাকা, ছোট করলা ৮০ থেকে ১০০ টাকা, লেবু প্রতি হালি ৩০ টাকা এবং লাউ প্রতি পিস ১৫থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে শহর ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতে পাইকারি ও খুচরা দামের সামান্য কিছু দামের পার্থক্য রয়েছে।
জেলা সদরের মহেন্দ্রনগর বাজারে কথা হয় আলমগীর হোসেন(৪৮) নামে এক ক্রেতার সঙ্গে। দামের বিষয়ে তিনি বাসস'কে বলেন, বাজারে এখন মোটামুটি স্বাভাবিক দামে সবজি পাওয়া যাচ্ছে। আমাদের মতো সাধারণ ক্রেতারা এখন সবজি কিনতে পারছে। বর্তমান সময়ে স্বাভাবিক দামে সবজি কেনা গেলেও অন্যান্য নিত্যপণ্যেরের মোটামুটি একটু দাম বেশি রয়েছে। সবজি দামের মতো অন্যান্য জিনিসের দাম কমলে, ক্রেতারা সহজে কিনতে পারতো।
বড়বাড়ী বাজারের সবজি কিনতে আসা ক্রেতা মোঃ শহিদুল ইসলাম বলেন, বছরের অন্যান্য সময়ের চেয়ে এখন সবজি কিনে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। অন্যান্য সময়ের থেকে এখন বাজারে সবজির দাম কম। মাঝখানে যখন সবজির দামবাড়তি ছিল , তখন তো আধা কেজি (২৫০গ্রাম) করে সবজি কিনতাম। তবে গত কয়েক সপ্তাহ ধরে সবজি কিনে আমরা খুশি, দাম হাতের নাগালে থাকায় পরিমাণেও বেশি কিনছি। মোটামুটি বলা যায় ১০ থেকে ৩০ টাকার মধ্যে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে।
সবজির দামের বিষয়ে বড়বাড়ী বাজারের সবজি বিক্রেতা জাহাঙ্গীর আলম (৩০) বলেন, বাজারে এখন মোটামুটি কম দামে সবজিবিক্রি হচ্ছে। এক দেড় মাস আগেও সবজির দাম বেশি ছিল, তার আগে আরও চড়া ছিল সবজির বাজার। তখন সাধারণ খুব ক্রেতারাঅল্প পরিমাণের সবজি কিনতো। সেই তুলনায় এখন সবজি দাম অনেক কম। আগে যে ক্রেতা আধা কেজি সবজি কিনতো, এখন সেই ক্রেতাই ১ কেজি থেকে ২ কেজি করে সবজি কিনছে।
লালমনিরহাট সদরের বড়বাড়ী বাজারের সবজি আড়ৎদের ইজারাদার মোসারব আলী (৫৪) বলেন, আড়ৎদের এখন প্রচুর পরিমানে শীতকালীন সবজি উঠছে। ফলন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে ব্যাপক, তাই সবজির দাম কমছে। অন্যদিকে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা।