বাসস
  ০৬ নভেম্বর ২০২১, ১০:১৬

কুমিল্লার সদর দক্ষিণে ৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ আটক

কুমিল্লা (দক্ষিণ), ৬ নভেম্বর, ২০২১ (বাসস) : ট্রাকে ত্রিপল বেঁধে অবৈধভাবে সেগুন কাঠ পাচারকালে কুমিল্লা সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ আটক করা হয়েছে। আজ ভোর সাড়ে ৫ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় অভিযান চালিয়ে এ কাঠগুলো আটক করা হয়।
জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় ত্রিপল বাঁধা একটি ট্রাকে সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তারা (চট্র মেট্রো-ট ১২-০০৬১) তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ টাকার মূল্যের অবৈধ সেগুন কাট উদ্ধার করে। এ সময় ট্রাক চালক মহাসড়কের উপরে গাড়ি রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে কুমিল্লা বন বিভাগের কর্মকর্তা আবুল কালাম আজাদ বাসসকে বলেন, কুমিল্লা সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের অভিযানে একটি ট্রাকসহ প্রায় ৫ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা কাঠসহ ট্রাকটি কুমিল্লা বন অফিসে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অবৈধভাবে কাঠ পাচারে কুমিল্লা বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও  জানান তিনি।