বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২

বাসের ধাক্কায় সিরাজগঞ্জে অটোভ্যানের তিন যাত্রী নিহত, আহত চারজন

সিরাজগঞ্জ, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): এখানে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের তিন যাত্রী (একই পরিবারের) নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৪ জন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী  সুমনা খাতুন (২২) ও শফিকুল ইসলামের ছোট বোন লাকি খাতুন (২৫)। আহতরা হলেন, জুবায়ের হোসেন (২৭), রঙ্গিলা খাতুন (৫৫), নুর ইসলাম (৪৬) ও শিশু রাইছা মনি (৭)

নিহতদের আত্মীয় রুহুল আমীন জানান, সন্ধ্যা ৭টার দিকে শফিকুল ইসলাম ব্যাটারি চালিত অটোভ্যানযোগে পরিবারের সদস্য নিয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।

ভ্যানটি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি পৌঁছলে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম, তার স্ত্রী ও ছোট বোন নিহত হয়। এসময় আহত হয় আরো চার যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।