বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০

রংপুরে শৈত্যপ্রবাহ : বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন

রংপুরে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দিনের বেলাতেও জ্বলছে গাড়ির হেডলাইট। ছবি : বাসস

রংপুর, ২ফেব্রুয়ারি, ২০২৫ ( বাসস) : বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনের বেলাতেও জ্বলছে গাড়ির হেডলাইট। শীতের তীব্রতা আর ঘন কুয়াশায় কাহিল হয়ে পড়েছে উত্তরের জেলা রংপুরের জনজীবন। বেলা ১১ টা গড়িয়ে গেলেও দেখা নেই সূর্যের। 

আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয়ের কোল ঘেঁষা উত্তর এ জনপদে এখন মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। 

ফলে তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। তাপমাত্রাও ওঠা-নামা করছে। দিনভর কনকনে ঠান্ডার পর বিকেল বেলাতে কুয়াশা আরো বাড়তে থাকে। 

আবহাওয়ার অফিসের তথ্য অনুযায়ী, আজ সকালে রংপুরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বাসসকে জানান, ৭ ফেব্রুয়ারি  পর্যন্ত রংপুরের তাপমাত্রা আরও কমতে পারে।

রংপুরের ওপর দিয়ে বয়ে চলা এ শৈত্যপ্রবাহে ছিন্নমূল আর ভাসমান মানুষের দুর্ভোগ বেড়েছে। এখনো অনেক শীতার্তের ভাগ্যে জোটেনি মোটা কাপড় বা কম্বল। 

বিশেষ করে তিস্তা উপকুলবর্তী  এলাকায় শীত আরো তীব্রতর। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় এসব এলাকার  জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে খেটে খাওয়া মানুষ মাঠ ঘাটে যেতে পারছেন না। খাদ্যাভাবে  কষ্ট পাচ্ছেন দিনমজুররা। 

তীব্র শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।