শিরোনাম
সিরাজগঞ্জ, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সরস্বতী পূজা উপলক্ষে সিরাজগঞ্জ ও তাড়াশে প্রায় তিন’শ বছরের ঐতিহ্যবাহী দইমেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় বাহারি ও স্বাদের দইয়ের পসরা সাজিয়ে বসেন দই বিক্রেতারা।
প্রতি বছর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বিশাল এই দইমেলা।
আজ রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত সিরাজগঞ্জ মুজিব সড়ক ও তাড়াশ বাজারে বিক্রি হয় এসব দই। মেলায় ক্ষীরসা দই, শাহী দই, টক দই, শ্রীপুরী দইসহ বাহারি নাম ও স্বাদের দই কিনতে ভিড় করেন ক্রেতারা। ঐতিহ্যের ধারাবাহিকতায় যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই মেলা ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে প্রত্যাশা দই প্রেমীদের।
প্রতি বছর শীত মৌসুমের মাঘ মাসে সরস্বতী পূজার দিন শ্রী পঞ্চমী তিথিতে দইমেলা অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় আজ সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে বসে দইয়ের মেলা।
জেলার তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম এই দই মেলার প্রচলন করেছিলেন। জমিদার রাজা রায় বাহাদুর নিজেও দই ও মিষ্টান্ন পছন্দ করতেন বলে জনশ্রুতি আছে। তিনি জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করতেন। আর সে থেকেই জমিদার বাড়ির সম্মুখে রশিক রায় মন্দিরের মাঠে স্বরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দই মেলার প্রচলন শুরু হয়।
সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু বলেন, প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে প্রায় তিন’শ বছরের ঐতিহ্যবাহী দইমেলা। শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে এ দই মেলা বসে থাকে।